অপেক্ষা

অপেক্ষাছবি: তৃপ্তি সেন

চাঁদের জোছনাময় রাতের একাকী সময়গুলো
যেন আর সব মুহূর্তকে কাছে ডাকে!
সুদূর অতীতের সময়গুলো
জড়ো হয়ে প্রচ্ছন্ন পশরায়
গল্প সাজিয়ে বসে!
ঘন রাতের চাদরে ঢাকা বনের ধারে
একেকটা মৃত জোনাকির পাখার নিঃশব্দে
অবসন্ন গল্পগুলো যখন ঘুমিয়ে পড়ে!
তখন ঘুমঘোরে গল্পগুলো
পুরোনো স্মৃতির আল্পনায় আসে!
নিস্তব্ধতায় ছেঁয়ে যায় পুরো রাতের আকাশ;
হঠাৎ দমকা হাওয়ায় এলোমেলো হয়ে
বাতাসে ভাসে!
অজান্তেই গল্পগুলো জেগে ওঠে
পূর্ণ চাঁদের উজ্জ্বল আভায়!
তখনো তাদের বিবর্ণ হাসি চেয়ে থাকে,
ব্যাকুলতার মায়ায়!
থেকে থেকে শুরু হয় নিশ্চুপ আর্তনাদ
সময়গুলো থেমে যেতে চায়
আরও তীব্র হয় প্রণয়ের
করুণ স্বাদ!
কীসের যেন উৎকণ্ঠার আবেশে
গল্পগুলোর এত আকুলতা
কে যেন আসবে বলে
তাই...অপেক্ষা!