কেউ একজন ঘৃণা করুক

অলংকরণ: তুলি

কেউ একজন ঘৃণা করুক
যতটা ঘৃণা করলে
আমাকে করা আপনার শ্রদ্ধাটুকু
উপলব্ধি করতে পারি।

কেউ একজন ভর্ৎসনা করুক
যতটা ভর্ৎসনার বিপরীতে
আমার ক্রিয়াগুলো আপনার কাছে
কতটা পছন্দের তার মর্ম বুঝতে পারি।

কেউ নিন্দা করুক সানন্দে
যাতে করে আমাকে ঘিরে
আপনার আনন্দগুলোর ছন্দ
হৃদয়ে কান লাগিয়ে শুনতে পারি।

কেউ একজন স্বার্থপর বলুক
না হয় স্বার্থত্যাগের চর্চাটা ভুলে যেতে পারি
কেউ বলুক মানুষটি ভালো না
আমার ভালো হবার অনুশীলনটা অব্যাহত থাকুক।