তোমার হাতটা একবার ধরেছিলাম
তোমার বাসায় আমি আর একা যেতে পারব না।
যাব কীভাবে? পথটাই তো ভুলে গেছি।
ওই পথে তো আমাকে নিয়ে গিয়েছিলে তুমি।
দেখিয়েছিলে তোমার বাসায় পৌঁছাবার উপায়।
কিন্তু সেই রাতে স্ট্রিট লাইটের আলোতে
আমি কেবল তোমার মুখটাই দেখেছিলাম।
পথের নির্দেশনা আমার কিছুই মনে নেই।
শুধু মনে আছে, আলো-আঁধারির মাঝে
তোমার হাতটা একবার ধরেছিলাম