মায়াবী পরাগ
দুপুরটা বড় হয়ে যাচ্ছে—
ক্রমান্বয়ে।
ছোট্ট দুপুরটা
এখন
রূপকথার খোরাক।
আর তুমি;
কোনো এক
মায়াবী পরাগ।
মায়া ছেড়ে চলে যাও দূরে।
দুপুরটা বড় হয়ে যাচ্ছে—
ক্রমান্বয়ে।
ছোট্ট দুপুরটা
এখন
রূপকথার খোরাক।
আর তুমি;
কোনো এক
মায়াবী পরাগ।
মায়া ছেড়ে চলে যাও দূরে।