সেই সব কোলাহল

নতুন আলোর আগমনী বার্তা দিয়ে অস্ত যাচ্ছে সূর্য। এখনই থামবে কোলাহল। প্রতীকীছবি: মোজাহিদুল ইসলাম নিরব

দেখতে দেখতেই ফুরিয়ে আসে সময়
ব্যবহারিক খাতায় কালশিটে হয়ে জমে থাকে
পুরোটাই ধুলোর আস্তরণ;
হারিয়েছে সে চকিতনয়না, পরিত্যক্ত বর্গমূল-চত্বর
ঝাপসা খোঁজাখুঁজিতে অযথা সারমর্ম হয়
লুপ্ত হওয়া সম্পর্কের-জারণ
দেখতে দেখতেই হারিয়ে যায় কাল
হারিয়ে যায় রুলকলে যুক্ত থাকা নাম
কুয়াশার টানাহেঁচড়ায় হয়তোবা হারিয়ে যায়
আরও বিশদ কিছু
সেই সব কোলাহল, অনন্ত প্রতীক্ষায়—
একদম চুপিসারে পিছু পিছু...