সমাজের রাজনৈতিক বাস্তবতার প্রতিচিত্র ‘জিম্মি’

‘জিম্মি’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসানহইচইয়ের সৌজন্যে
‘জিম্মি’ আমাদের আমাদের সমাজ ও রাজনৈতিক কাঠামোর একটি স্পষ্ট প্রতিবিম্ব। আশফাক নিপুণ তাঁর ডিটেইলিং, চরিত্র নির্মাণ এবং গল্প বলার দক্ষতা দিয়ে আবারও প্রমাণ করেছেন, কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা নির্মাতা।

আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’ বর্তমান সময়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। এটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে। গল্পটি সমাজের রাজনৈতিক বাস্তবতাকে নির্মোহ দৃষ্টিতে তুলে ধরার একটি দুঃসাহসী প্রয়াস।

এই সিরিজের গল্প সরকারি বিদ্যুৎ অফিসের একজন সাধারণ নারী রুনা লায়লাকে (জয়া আহসান) ঘিরে। রুনা লায়লা অফিসে একটি লুকানো বাক্স খুঁজে পায়, যার মধ্যে অনেক টাকা ছিল। অভাবের তাড়নায় সে টাকাগুলো নিয়ে নেয়। এরপর তার জীবনে নানা ধরনের জটিলতা শুরু হয়। রুনা লায়লা কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়, সেটাই এই সিরিজের মূল বিষয়।

‘জিম্মি’ আমাদের রাজনৈতিক বাস্তবতার একটি সাহসী প্রতিচিত্র। গল্পের বুনন অত্যন্ত সূক্ষ্ম, যেখানে প্রতিটি ঘটনা, প্রতিটি সংলাপ এক গভীর রাজনৈতিক বার্তা বহন করে। বিশেষ করে ৫ আগস্টের পালিয়ে যাওয়ার দৃশ্য, স্বৈরাচারীর ছবি নামিয়ে ফেলা এবং এক কুখ্যাত ঋণখেলাপি ও অপরাধীর উল্লেখ, ভিলেনের মাথায় হেলমেট—সবকিছুই নিপুণভাবে একটি বিশেষ সময়কে ফুটিয়ে তুলেছে।

জয়া আহসান এই সিরিজের প্রাণ। তাঁর সংলাপ বলার ধরণ, আবেগ প্রকাশের সূক্ষ্মতা দারুণ। রাজনৈতিক অস্থিরতার মধ্যে একজন সাধারণ নাগরিক হিসেবে তাঁর যন্ত্রণা, ক্ষোভ সবই অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে, তাঁর চোখের ভাষা ও দেহভঙ্গির মাধ্যমে যে গভীর সংবেদনশীলতা প্রকাশ পেয়েছে, তা চমৎকার।

‘জিম্মি’ সিরিজে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, ইরেশ যাকের, সুমন আনোয়ার, নাদের চৌধুরী, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, স্নিগ্ধা মোমিন, শাহেদ আলী সুজন ও রূপকথা। সবাই সবার সেরাটা দিয়েছেন।

আশফাক নিপুণের পরিচালনার সবচেয়ে বড় শক্তি হলো ডিটেইলিং ও বাস্তবসম্মত চিত্রনাট্য। সংলাপ ও ভিজ্যুয়াল স্টোরিটেইলিং দর্শকদের টেনে ধরে রাখে। ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরার কাজ এবং আলো-অন্ধকারের ব্যবহার দর্শকদের মধ্যে এক অন্য রকম অনুভূতি সৃষ্টি করে। বিশেষ করে চিত্রগ্রহণ প্রশংসার দাবিদার। ক্যামেরার মুভমেন্ট এবং ক্লোজআপ শটগুলো চরিত্রগুলোর মানসিক অবস্থার পরিবর্তনকে আরও জোরালোভাবে ফুটিয়ে তুলেছে।

সিরিজের মূল গান বা অরিজিনাল মিউজিক করেছেন এলিটা করিম। এটি পুরো সিরিজের আবহকে আরও গভীর করেছে। এই আবহ দর্শকদের আবেগের সঙ্গে এক চমৎকার সংযোগ স্থাপন করেছে।

‘জিম্মি’ আমাদের আমাদের সমাজ ও রাজনৈতিক কাঠামোর একটি স্পষ্ট প্রতিবিম্ব। আশফাক নিপুণ তাঁর ডিটেইলিং, চরিত্র নির্মাণ এবং গল্প বলার দক্ষতা দিয়ে আবারও প্রমাণ করেছেন, কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা নির্মাতা।

সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা