হাল ফ্যাশন ঈদমেলায় বন্ধু মুসলিমা মৌর ‘প্রিয়ভাষিণী যশোর স্টিচ’

২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের থাবায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। অন্যদের মতো ঘরবন্দী হয়ে পড়েন মুসলিমা আক্তার মৌ। প্রতিবেশী মানুষগুলোর দিন আনে দিন খায় অবস্থা। তখন ওই মানুষগুলোর নিরাপদ কর্মসংস্থানের তাগিদে হস্তশিল্পের মাধ্যমে তৈরি পোশাকের প্রতিষ্ঠান ‘প্রিয়ভাষিণী যশোর স্টিচ’–এর যাত্রা শুরু করেন তিনি। এর উদ্দেশ্য হলো নিজে উপার্জন করার পাশাপাশি প্রতিবেশী নারীরাও যাতে ঘরে বসেই রোজগার করতে পারেন।

কাজটা মূলত হস্তশিল্পের পোশাকের। এর মধ্যে সুই–সুতার, ব্লক ও বাটিকের থ্রি–পিস, সুই–সুতার তৈরি যশোর স্টিচের মসলিন ও সিল্ক শাড়ি এবং সুই–সুতার বুননে যশোরের ঐতিহ্যবাহী নকশিকাঁথা করা হয়। তরুণ এই উদ্যোক্তা বলেন, ‘আমি ২০১৮ সালে অনলাইন পেজ শুরু করি। মানুষের জন্য কাজ করার তাগিদ ছোটবেলা থেকেই। করোনাভাইরাস এ ইচ্ছাকে আরও বেশি উসকে দিল। তখন পুরোদমে শুরু করে দিলাম ঘরে বসে বুননের হস্তজাত সামগ্রীর ডিজিটাল গেটওয়ে।’

করোনার প্রভাব কমে গেলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যশোর শহরের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কের মুসলিম একাডেমি মার্কেটে ছোট একটা শোরুম খুলেন মুসলিমা আক্তার মৌ। পরবর্তী সময়ে বেজপাড়া সাদেক দারোগার মোড়ে নিজের বাসার সঙ্গে একটা কারখানাও প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মাঠপর্যায়ে মজুরিভিত্তিক শতাধিক কর্মী কাজ করেন।

প্রথম আলো বন্ধুসভার সঙ্গেও যুক্ত রয়েছেন এই উদ্যোক্তা। ২০১৫ সাল থেকে কাজ করছেন যশোর বন্ধুসভায়। উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা কোথায় থেকে পাওয়া, এমন প্রশ্নে মুসলিমা আক্তার মৌ বলেন, ‘নিজেকে উদ্যোক্তা হতে হবে, এ স্বপ্ন আসলে নিজেরই দেখা। এর বাইরে পরিবারের সমর্থন ও এক বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিত্বের উৎসাহ আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। শুরু থেকেই অসংখ্য গুণী মানুষের সহযোগিতা ও পরামর্শ পেয়েছি। ’

প্রিয়ভাষিণী যশোর স্টিচের থিম ‘শিল্পের আলোয় বাংলার মুখ’। মুসলিমা মৌ স্বপ্ন দেখেন তাঁর এই প্রতিষ্ঠান একদিন শিল্পসমৃদ্ধ একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হবে। পরামর্শ দিয়েছেন নতুন উদ্যোক্তাদের জন্যও। মুসলিমা মৌ বলেন, ‘ব্যবসায় মনস্থির করার পর সুন্দর করে পরিকল্পনা সাজাতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে গন্তব্যের পথে হাঁটতে শুরু করতে হবে। চারপাশের বাধাকে মনের শক্তি দিয়ে উপড়ে ফেলতে হবে।’

১৭ ও ১৮ মার্চ বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল হাল ফ্যাশন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘হাল ফ্যাশন ঈদমেলা ২০২৫’। ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টার এক্সিবিশন হলে এটি অনুষ্ঠিত হবে। এই মেলায় অংশ নিচ্ছে মুসলিমা আক্তার মৌর প্রতিষ্ঠান ‘প্রিয়ভাষিণী যশোর স্টিচ’ (প্যাভিলিয়ন ৪)। মেলায় বন্ধুসভার বন্ধুদের জন্য এই স্টলে থাকছে যেকোনো পণ্যের ওপর ২ শতাংশের বেশি মূল্যছাড়।