ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের জনপ্রিয়তা এতটাই বেশি যে যাঁদের ফোনে বা কম্পিউটারে গুগল সার্চ ইঞ্জিন নেই (যেমন Bing বা Yahoo), তাঁরাও আগে ওই সার্চ ইঞ্জিনের মাধ্যমে গুগলে প্রবেশ করে তাঁদের কাঙ্ক্ষিত বিষয় অনুসন্ধান করেন। কিন্তু আমরা কি জানি, জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনের নামটি এসেছে একটি ভুল শব্দ থেকে?
গুগলের যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই ছাত্রের হাত ধরে। তাঁদের নাম ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। ১৯৯৬ সালে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন পিএইচডি কোর্সে অধ্যয়নরত ছিলেন। তাঁদের গবেষণার অংশ হিসেবে দুজনে একটি Search Algorithm তৈরি করেন। একে বলা হয় পেজ র্যাংকিং (Page Ranking); যা সেই সময় একটি নতুন আইডিয়া ছিল। পেজ ও ব্রিন এই অনুসন্ধান ইঞ্জিনের নাম রাখেন ব্যাকরাব (Backrub)।
ব্যাকরাব তখন এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে চাপ সামলাতে না পেরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইন্টারনেট প্রায়ই ক্রাশ করত। তখনই এর দুই প্রতিষ্ঠাতা পেজ ও ব্রিন নতুন একটি নামের প্রয়োজন অনুভব করেন। একটি ‘Brainstorming’ সভার মাধ্যমে ‘Google’ নামটি প্রস্তাব করা হয়।
আদতে মূল শব্দটি হলো ‘Googol’. গণিতশাস্ত্রের এই শব্দের অর্থ ১–এর পিঠে ১০০টি শূন্য। মূলত এই সার্চ ইঞ্জিনের তথ্যের প্রাচুর্যতা বোঝাতে এই নাম প্রস্তাব করা হয়েছিল। পরে ধরা পড়ে আসল শব্দটা ‘Google’ নয়, বরং ‘Googol’. কিন্তু তত দিনে Google নামটাই টিকে গেছে।
প্রথমে গুগল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটের অধীন চলত; যার ঠিকানা ছিল google.stanford.edu. ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর গুগল ডটকম ডোমেইন নামের রেজিস্টার করা হয়। করপোরেশন হিসেবে গুগল আত্মপ্রকাশ করে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর।
একনজরে
• গুগল প্রথমে চালানো হতো ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের এক বন্ধুর গ্যারাজ থেকে। ওই বন্ধুর নাম সুসান ওজচিচকি। ২০০৪ সালে ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর স্থাপিত হয়, যার নাম গুগলপ্লেক্স।
• গুগল লোগোতে কোনো বিশেষ ব্যক্তি, ঘটনা বা দিনকে স্মরণ করে যে পরিবর্তন আনা হয়, তাকে গুগল ডুডল বলে। প্রথম ডুডলটির নাম Burning Man বা জ্বলন্ত মানুষ। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ব্ল্যাকরক সিটিতে অনুষ্ঠিত হওয়া একটি বার্ষিক অনুষ্ঠানকে স্মরণ করে এই ডুডল তৈরি হয় ১৯৯৮ সালে।
• Google–এর অফিশিয়াল কোনো পূর্ণরূপ নেই। তবে প্রচলিত একটি পূর্ণরূপ হলো Global Organization of Oriented Group Language of Earth.
প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা