প্রকাশ পেল বন্ধু মেঘার প্রথম মৌলিক গান ‘অপেক্ষা’
৩০ চৈত্র ১৪৩১ বাংলা বছরের শেষ দিনে প্রথম আলো বন্ধুসভার কক্ষে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী আড্ডা ও চৈত্রসংক্রান্তি বিদায় অনুষ্ঠান। সেই আয়োজনে ছিল এক বিশেষ চমক—ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মেঘা খেতানের স্বরচিত ও সুরারোপিত গান ‘অপেক্ষায়’-এর প্রিমিয়াম ভার্সন প্রকাশ।
গানটি পরিবেশনের আগেই মেঘা গানটির পেছনের গল্প শোনান। নিজের অনুভূতি, চিন্তা ও সুর তৈরির প্রক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, “‘অপেক্ষায়” আমার জীবনের এক নিঃশব্দ সংলাপ—যা এখন সবার সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ।’
উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। গানটি শুনে তিনি বলেন, ‘এমন আবেগঘন গান একজন তরুণ শিল্পীর ভেতরের গভীরতা প্রকাশ করে। মেঘার প্রতিভা সত্যিই প্রশংসনীয়।’
সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘গানটির প্রতিটি কথা এক একটি কবিতা এবং সুরের সঙ্গে তার এমন মেলবন্ধন এক নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে। মেঘা বন্ধুসভার গর্ব হতে পারে।’
সহসভাপতি মাহবুব পারভেজ বলেন, ‘আমরা আজ এমন একজন গীতিকার ও শিল্পীর আত্মপ্রকাশ দেখলাম, যিনি নিছক শিল্প সৃষ্টি নয়, বরং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু উপহার দিয়েছেন।’
ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহমুদা মহসিনা বুশরা গানটি প্রসঙ্গে বলেন, ‘মেঘার “অপেক্ষায়” আমাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো মুহূর্তকে ছুঁয়ে যায়। এ গান শুধু তাঁর একার নয়, এটি আমাদের সবার অনুভূতির প্রতিনিধিত্ব করে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সদস্য, শিল্পপ্রেমী এবং মেঘার শুভাকাঙ্ক্ষীরা। সবাই গানটির কথা, সুর ও উপস্থাপনার প্রশংসায় মুখর হন। পরিবেশটি হয়ে ওঠে আবেগময় ও উচ্ছ্বাসে ভরা।
গানটি প্রকাশের পর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং শ্রোতাদের মনে গভীর দাগ কাটতে শুরু করেছে। গানটি শুনতে এখানে ক্লিক করুন।