কুয়াশার চাদরে

প্রতীকী ছবি

সূর্য আজ কুয়াশার কাছে পরাজয়
বরণ করে, নিজেকে লুকিয়েছে।
আলোর আভা লুকোচুরি খেলায়
মত্ত তাই নাজেহাল জনজীবন।
আগুনের ঝলকানি উপেক্ষা করে
উষ্ণতার আভা পেতে মরিয়া,
নির্জীব কুয়াশার দল ভারি করে
থমকে যাওয়া কর্মচাঞ্চল্য।
শীতল স্পর্শে ভর করে কাতরতায়
সুনসান নীরবতার জয়োৎসব,
কুয়াশার বুক চিরে আলোর আভা
প্রাণিকুলে পড়ে যায় সারা।