আকাশ কেন নীল দেখা যায়
পাখি কেন ওড়ে,
ভ্রমর কেন গুনগুনিয়ে
ফুলে ফুলে ঘোরে?
বলো মাগো, নদী কেন
এঁকেবেঁকে চলে,
মাছ কীভাবে সাঁতার কাটে
নদীর অথই জলে?
বলতে পারো দিনটা শেষে
রাতটা কেন আসে,
চাঁদটা কেন মিটমিটিয়ে
বাঁশবাগানে হাসে?
পার্কে-বেঞ্চে পথের পাশে
ঘুমায় কেন শিশু,
বলো মাগো, কোথায় থাকে
তাদের আল্লাহ–যিশু?