নতুন বছরে সবার জীবন কল্যাণের প্রাচুর্যে ভরে উঠুক

নতুন বছরে প্রতিদিন একটা সুন্দর ভোরের অপেক্ষায় আমরাছবি: সাদ্দাম হোসেন, খুলনা

বিদায় ২০২৩। স্বাগত ২০২৪। নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা। পুরোনো বছরের সব ব্যর্থতা, নৈরাশ্য ও জরাজীর্ণতা ভুলে নতুন বছরকে স্বাগত জানাই।

বিদায়ী বছরের দুঃখ-বেদনা, নৈরাশ্য, স্বজনহারা আর্তনাদ, স্থবিরতা, হতাশা ও বঞ্চনাকে পেছনে ফেলে ভালো কিছু প্রাপ্তির স্বপ্ন নিয়ে মানুষ বরণ করে নেয় নতুন বছরকে। তরুণ সমাজের নববর্ষের শুরু হোক উদ্ভাবনীমূলক কর্মপরিকল্পনা নিয়ে। আমাদের প্রত্যেকের ভালো পরিকল্পনাগুলো সম্পন্ন করার প্রত্যয় নিয়ে যদি নতুন বছর শুরু করি, তাহলে দেশের সামগ্রিক উন্নতি হবে।

ইতিহাস ঐতিহ্যকে আগামীর কাছে পৌঁছে দেওয়ার কাজে আমাদের তরুণদেরই এগিয়ে আসতে হবে। অসাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, স্বৈরাচার, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে হবে।

নতুন বছরের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ সব রকম অশুভ শক্তিকে বিনাশ করে সবার জন্য মঙ্গল বার্তা বয়ে আনুক। প্রত্যাশা, নতুন বছর সবার জন্য সুখ ও সৌভাগ্য বহন করে আনবে। নববর্ষে আমাদের জীবন কল্যাণের প্রাচুর্যে ভরে উঠুক। শান্তিময় হয়ে উঠুক দেশ ও জাতি।

বন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা