টোনাটুনির সংসারে

অলংকরণ: মাসুক হেলাল

টোনাটুনির সংসারে আজ
সুখের নাই যে শেষ,
সুখ, দুঃখ, হাসি, আনন্দে
কাটে যে দিন বেশ।

টোনার সঙ্গে টুনির মন
খুবই আছে মিল,
রানির মতো থাকে টুনি
টোনার বড় দিল।

কাজ শেষে টোনা যখন
ফিরে আসে বাড়ি,
অভিমানের ছলে যে টুনি
টোনার সঙ্গে করে আড়ি।

চুপিসারে টোনা বলে
রাগ করেছ টুনি,
কিসের এত অভিমান
বল একটু শুনি।

রাগ কোরো না টুনি আমার
কিনে দেব শাড়ি,
মিষ্টি হেসে হাতটি ধরো
চাঁদে দেব পাড়ি।