আমার ঈর্ষা

হব তোমার হাসির কারণছবি: নাফিস রহমান

আমি ঈর্ষা করি সেই রোদকে, যে আলোর বাহানায় তোমায় ছুঁয়ে দেয়।
ঈর্ষা করি সেই পুষ্পকে, যে সুন্দরের বাহানায় তোমার খোঁপায় জড়িয়ে থাকে।
ঈর্ষা করি সেই কাজলকে, যে তোমার কথা বলা চোখে আলপনা এঁকে দিয়ে লেপ্টে থাকে।
ঈর্ষা করি সেই চুড়িকে, যে টুনটুন শব্দে তোমার মুখে ফুটিয়ে তোলে মায়াময় হাসি।

আমার ঈর্ষা সেই বৃষ্টিকে ঘিরে, যার জলধারা সিক্ত করে তোমাকে।
ঈর্ষা সেই দখিনা হাওয়াকে, যে এলোমেলো করে দিয়ে যায় তোমার চুলগুলোকে।
আমার ঈর্ষা সেই পবনের প্রতি, যে নিশ্বাসের বাহানায় তোমাতে মিশে থাকে।
ঈর্ষা সেই বরিষ ধরাকে, যার স্নিগ্ধ ফোঁটা তোমায় ভিজিয়ে দেয়।

আমি চাই, যেন প্রতিটি মুহূর্তে শুধু আমিই বিরাজমান থাকি,
মুক্ত আকাশের নীল সজীবতায় জড়িয়ে রাখি
হব তোমার হাসির কারণ,
মুঠোফোনে বন্ধু আলাপন।
থাকব তোমার ভুবনজুড়ে
শোনাব গান আপন সুরে।