ভেজা চুলে
ভেজা চুলে ভালো লাগে
কাছে এলে তুমি
বিন্দু বিন্দু জলের স্পর্শে
নাচে মনের ভূমি।
ভাঙা ঘরে জলের নৃত্য
মেঝে ভরা পানি
এক নিমেষে কেড়ে নেয় যে
মায়ারই ঘরখানি।
গোয়ালঘরে সেই হাঁটু জল
খাদ্য জলে ভাসে
খোকা–খুকি এসব দেখে
কিলকিলিয়ে হাসে।
বউ যে যাবে বাপের বাড়ি
চলছে না যে গাড়ি
নৌকা দিয়ে যাচ্ছে চলে
গায়ে পরে শাড়ি।
নৌকার মাঝি গান গেয়ে যায়
ভাটিয়ালির সুরে,
গানের তালে আকাশ পানে
বকের সারি উড়ে।