এবার বিশ্বকাপে ভারত কি সবচেয়ে কম সুবিধা পাচ্ছে!

আফগানিস্তানের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরির পর রোহিত শর্মাএএফপি

ভারতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। মোট ১০টি স্টেডিয়ামে খেলা চলছে। এরই মধ্যে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। কিছু ম্যাচে যেমন রানবন্যা বইছে, আবার কিছু ম্যাচে রান–খরা যাচ্ছে। পুরো ১০০ ওভারের ম্যাচ যেমন দেখা যাচ্ছে, আবার কোনো কোনো ম্যাচ ৭০-৮০ ওভারেই শেষ হয়ে যাচ্ছে। এখনো শেষ ওভারের থ্রিলার দেখা না গেলেও ম্যাচের আগেই ফলাফল বলে দেওয়া যাচ্ছে না! এদিকে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে আফগানিস্তান।

কী কথা হচ্ছিল রোহিত শর্মা-বাবর আজমের মধ্যে?
ছবি: এএফপি

এত কিছুর মধ্যে কিছু বিতর্কেরও সৃষ্টি হয়েছে। এবার কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি। তবে টুর্নামেন্টের মাঝপথে ভারত-পাকিস্তান ম্যাচের আগে স্টেডিয়ামে রাখা হয় বিশেষ কনসার্ট। উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামে ছিল অল্প কিছু দর্শক! ধর্মশালা স্টেডিয়ামের বাজে আউটফিল্ড নিয়ে অভিযোগ জানিয়েছেন বাংলাদেশ, ইংল্যান্ড ও আফগানিস্তানের ক্রিকেটারেরা। এমনকি আইসিসির পর্যবেক্ষক দল গিয়েও মাঠ পরিদর্শন করেছে। আবার কয়েকটি ম্যাচে আলোর স্বল্পতার কারণে কিছু সময় খেলা বন্ধও রাখতে হয়েছে।

ভারত বিশাল দেশ হওয়ায় এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে খেলোয়াড়দের ভ্রমণও একটা সমস্যা। এটি থেকে উত্তরণের জন্য প্রায় সব দলেরই কোনো না কোনো মাঠে একাধিক ম্যাচ রাখা হয়েছে। যেমন ধর্মশালায় দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আবার কলকাতায়ও টানা দুটি ম্যাচ রয়েছে। দুটি প্রস্তুতি ম্যাচসহ মূল পর্বের আরও দুটি ম্যাচ হায়দরাবাদে খেলেছে পাকিস্তান। আবার কলকাতায়ও দলটির টানা দুটি ম্যাচ রয়েছে। ভ্রমণক্লান্তি কমাতে অংশগ্রহণকারী প্রতিটি দলকেই এই সুবিধা দিয়েছে আইসিসি। তবে স্বাগতিক ভারতকে এই সুবিধা দেওয়া হয়নি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে বিশ্বকাপের ১০ অধিনায়ক, সামনে ট্রফি
ছবি: আইসিসি

দুটি প্রস্তুতি ম্যাচসহ মূল পর্বের ৯টি ম্যাচ মিলে মোট ১১টি ম্যাচ খেলতে হচ্ছে প্রতিটি দলকে। ভারতকে এই ১১টি ম্যাচ আলাদা ১১টি ভেন্যুতে খেলতে হচ্ছে। কোনো কোনো ম্যাচের আগে আবার মাত্র দুই দিন গ্যাপ। এর মধ্যে এক দিন ট্রাভেল ডে। স্বাগতিকেরা তাদের প্রস্তুতি ম্যাচ খেলেছে আসামের গুয়াহাটি ও কেরালায়। মূল পর্বের নয়টি ম্যাচের ভেন্যু যথাক্রমে চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে, ধর্মশালা, লক্ষ্ণৌ, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরু।

প্রায় প্রতিটি টুর্নামেন্টেই ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে আইসিসির বিরুদ্ধে। এবার এমন অভিযোগ এখন পর্যন্ত না উঠলেও বিশ্বকাপ আয়োজন ঘিরে বিসিসিআইয়ের অব্যবস্থাপনাগুলো নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। আবার এটাও স্বীকার করতে হবে, এবার অন্য দলগুলোকে ভ্রমণক্লান্তি এড়াতে সুবিধা দেওয়া হলেও ভারতকে তা দেওয়া হয়নি।