তুমি এসো

সুভাষচন্দ্র বসুসংগৃহীত

নদীর কলতানে সমুদ্রের গর্জনে তোমাকে আহ্বান করছি নেতাজি
তুমি এসো
পাখির কাকলিতে মৌমাছির গুঞ্জনে তোমাকে আহ্বান করছি নেতাজি
তুমি এসো
মাঠে মাঠে কাজ করা, চাষির মতো এই মাটিকে ভালোবেসো
দাঁড় টেনে চলা মাঝির মতো নদীকে ভালোবেসো
তুমি এসো
তোমার যুদ্ধ শেষ হয়ে যায়নি এখনো
দিনের শেষে ক্লান্ত প্রেমিকের মুখগুলো বড় শুকনো
মুখে মুখে হাসির মতো গাছে গাছে ফুল ফোটানোর যুদ্ধ
আমাদের জল, আমাদের বায়ু, হোক পরিস্ফুটিত, বিশুদ্ধ
কান্ডারি, তোমার জন্য এখনো বুক পেতে দিয়ে শরীরের রক্ত দিতে পারি
তুমি শুধু এনে দাও সেই স্বাধীনতা
রাতের নীরবতায় মুগ্ধ, যাতে লিখতে পারি প্রেমের কবিতা
নতুন দিনের সন্ধিক্ষণে জন্মলগনে শঙ্খধ্বনিতে তোমাকে আহ্বান করছি নেতাজি
অনাথের মাথায় ছাতা, পঙ্গুর হাতে লাঠি, সকলের থালায় ভাতরুটি
তোমাকে আহ্বান করছি নেতাজি
তুমি এসো, তুমি এসো