নির্ভীক তারুণ্য

তারুণ্য, প্রতীকীছবি: সংগৃহীত

তারুণ্যের স্লোগানে নতুন বাংলাদেশ
শক্তপোক্ত হওয়ার অভিযানে নেমেছে আজ।
দুর্নীতির ইন্ধন মুছে জ্বলন্ত ভাগাড় হতে
বীভৎস বিপর্যয় পেরিয়ে
মানবিক হওয়ার আর্তি ঝরে বারুদ–কণ্ঠে।
কেবল অনিয়মের ঘূর্ণিপাকে পরাজিত নয়
অসত্য, অন্যায়ের বিরুদ্ধে
সুশাসনপিয়াসী বোধসম্পন্ন নাগরিক ওরা।
মৃত্যুৎসবের চন্দন পোড়া ছাই হতে যাদের উত্থান...
যন্ত্রণাবিদ্ধ নির্মমতা পায়ে ঠেলে
পরিশ্রান্ত গোধূলি শেষে
চন্দ্রালোকিত প্রহরে
বুক চিতিয়ে দাঁড়ানো নির্ভীক প্রতিটি প্রাণ।
কল্যাণের দুয়ার খুলে চলো
শামিল হই সেই মিছিলে।