লোকনৃত্যে উপজেলায় প্রথম হলেন ভৈরব বন্ধুসভার জান্নাতুল প্রীতি

সেরার সনদ গ্রহণ করছেন জান্নাতুল প্রীতি
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে লোকনৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ভৈরব বন্ধুসভার বন্ধু জান্নাতুল প্রীতি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অনুষ্ঠানটির আয়োজন করে। ২১ সেপ্টেম্বর নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের হলরুমে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য।

জান্নাতুল প্রীতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই নাচ-গান আমার ভীষণ প্রিয়। কাকলী খেলাঘর, ভৈরব বইমেলা পরিষদের প্রতিযোগিতামূলক আয়োজনগুলোয় অংশগ্রহণের মাধ্যমে যাত্রা শুরু। এরপর ভৈরব বন্ধুসভার সাংস্কৃতিক আয়োজনগুলো কোরিওগ্রাফির মাধ্যমে এই বিষয়ে আরও বিশেষ দক্ষতা আসে। যত দিন বেঁচে থাকব, সাংস্কৃতিক দিকগুলো নিয়ে কাজ করে যেতে চাই।’

ভৈরব বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা বলেন, ‘প্রীতির এই অর্জনে আমরা সবাই খুশি। দোয়া করি মিষ্টি এই মেয়ে আরও অনেক দূর যেন যেতে পারে।’

প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত, লোকসংগীত, জারিগান (দলভিত্তিক), উচ্চাঙ্গনৃত্য, লোকনৃত্য, বিতর্ক, ইংরেজি রচনা ও ইংরেজি বক্তৃতা এবং হামদ ও নাত, কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সভাপতি, ভৈরব বন্ধুসভা