‘যাঁরা বই ভালোবাসেন, বই পড়েন, তাঁরা আত্মবিশ্বাসী’

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

ফরাসি দার্শনিক র‍্যনে দেকার্ত বলেছেন, ‘ভালো বই পড়া মানে গত শতাব্দীর মহৎ লোকের সঙ্গে আলাপ করা।’ তাই তো আমরা বই পড়ি। গুণীদের জীবনধরন ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করি। বই পড়া অনেকটা নেশার মতো। যাঁরা বই ভালোবাসেন, বই পড়েন, তাঁরা আত্মবিশ্বাসী। জীবনের কঠিন সময় মোকাবিলা করার গোপন সূত্র নিহিত আছে বইয়ে। উপস্থিত সবার উদ্দেশে পাঠচক্রের কারণ ও গুরুত্ব তুলে ধরে এ কথা বলেন দিনাজপুর বন্ধুসভার সভাপতি শুভ রায়।

২১ এপ্রিল দুপুরের তীব্র দাবদাহ শেষে বিকেলের স্নিগ্ধ আবহাওয়ায় দিনাজপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসর। পাঠচক্রে ভারতীয় লেখক অরবিন্দু আডিগার লেখা একটি উপন্যাস ‘দ্য হোয়াইট টাইগার’ পাঠ করা হয়।

সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী বলেন, ‘আমাদের সবারই বই পড়া প্রয়োজন। একটি ভালো বই আমাদের মানসিকভাবে ভালো রাখতে অনেকখানি সাহায্য করে।’

‘দ্য হোয়াইট টাইগার’ উপন্যাসটি বিশ্বে ভারতের শ্রেণি সংগ্রামের একটি অন্ধকারাচ্ছন্ন হাস্যরসাত্মক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। লেখকের মতে, ‘দ্য হোয়াইট টাইগার’-এর আকাঙ্ক্ষা ছিল অন্ধকার-গ্রামীণ ভারতের দরিদ্র অঞ্চল থেকে মানুষের না বলা কণ্ঠস্বর তুলে ধরা। ভারতে সামাজিক শ্রেণি এবং সামাজিক বর্ণ রয়েছে। উপন্যাসটি ভারতের সমাজকে নিম্ন সামাজিক বর্ণের প্রতি অত্যন্ত নেতিবাচক হিসেবে চিত্রিত করেছে। ইন্ডিপেনডেন্টের এমালি-পটার ‘দ্য হোয়াইট টাইগার’-কে ১২টি সেরা ভারতীয় উপন্যাসের একটি হিসেবে তালিকাভুক্ত করেন। বইটি পাঠ করার সময় বোঝা যায় অরবিন্দু আডিগা কতটা সাহসীকতার সঙ্গে বইটি লিখেছিলেন।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দীপু রায়, প্রশিক্ষণ সম্পাদক বিপ্লব, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শুভজিৎ রায়, বন্ধু আল আবিক উৎসসহ অন্যান্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা