জ্যোৎস্না ভরা রাত
দূর আকাশে মেঘের দেশে
চাঁদ মামাটা মুচকি হেসে
বলছে আমায় ডেকে,
কইরে তোরা আয়রে ছুটে
স্নিগ্ধ সুবাস নে রে লুটে
আমায় দেখে দেখে।
গাছের ডালে পাতার মেলা
ঝলমলিয়ে করছে খেলা
ঝিঁঝিঁপোকার ডাক,
কলকলিয়ে নদীর পানি
আসছে ঘাটের নৌকাখানি
ছাড়ছে মাঝি হাঁক।
চাঁদের আলোয় জগৎ ভরা
কেটে গেছে নিশির জরা
ছুটছে ফুলের ঘ্রাণ,
যাচ্ছে দেখা অনেক দূরে
ভাসছে মনটা নানান সুরে
ভরল যে এই প্রাণ।