এই মুহূর্তে লিওনেল মেসির মন ও হৃদয় এক জায়গায় নেই! পিএসজির সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের যে এখন মন-কষাকষি চলছে। জল এত দূর গড়িয়েছে যে সাতবারের ব্যালন ডি’অরজয়ীকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে প্যারিসের ক্লাবটি। গুঞ্জন রয়েছে, দুই পক্ষের মধ্যে সম্পর্কও শিগগিরই শেষ হতে চলেছে! মেসির মন নাকি আর রোমাঞ্চের নগরীতে নেই। তাহলে কিসে মজেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক?
ঘটনার সূত্রপাত হঠাৎ করেই সপরিবার লিওনেল মেসির সৌদি আরব ভ্রমণকে কেন্দ্র করে। তিনি পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের অনুমতি ছাড়াই মরুর দেশে গিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষেরও সেভাবে অনুমতি ছিল না। সবার প্রশ্ন ‘ভালো ছেলে’ মেসি এভাবে হঠাৎ ‘ব্যাড বয়’ হতে গেলেন কেন? সমর্থকেরাও এ নিয়ে দ্বিধান্বিত। তাহলে কি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে তিনিও সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দিতে যাচ্ছেন? সেই সম্ভাবনা না থাকলেও ঠিক উড়িয়ে দেওয়া যাচ্ছে না!
চলতি মৌসুম শেষেই ফরাসি জয়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। গত বছর বিশ্বকাপের পরই চুক্তি বাড়ানোর একটা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেটা পরে ঝুলে যায়। কথা আলোচনার টেবিলেই থেকে যায়, আর এগোয়নি। এবার তাঁর ওপর নিষেধাজ্ঞার ফলে চুক্তির মেয়াদ যে আর বাড়ছে না, তা অনেকটাই অনুমান করা যায়। ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ সেটারই ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। এমনটা হলে আগামী মাসেই পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে।
কিন্তু মেসি হঠাৎ করে ক্লাবের অনুমতি না নিয়েই বা সৌদি আরব গেলেন কেন! মূলত আরব দেশটির পর্যটনদূত হিসেবে কাজ করছেন সাবেক বার্সা তারকা। সেই চুক্তির অংশ হিসেবে গত বছর একবার সৌদি আরবে গিয়েছিলেন তিনি। এ বছরও যাওয়ার কথা বলে দুইবার তারিখ পিছিয়েছেন। একবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরাজয়ের পর এবং আরেকবার লিগ আঁ’র একটি ম্যাচে হারের পর। অন্যদিকে সৌদির প্রচণ্ড তাপমাত্রার মৌসুম কাছাকাছি। এমন অবস্থায় সেখানে যাওয়ার পরিকল্পনা আবারও পেছানো অসম্ভব হয়ে দাঁড়ায়। চুক্তি থাকায় মেসির হাতে অন্য কোনো বিকল্পও ছিল না।
সুযোগটা এসে দাঁড়ায় গত রোববার লিগ আঁতে লঁরার বিপক্ষে ম্যাচের পর। পরবর্তী ম্যাচ আগামী রোববার। এমন সূচি হলে সাধারণত সোম ও মঙ্গলবার দলের অনুশীলন থাকে না। তাই মেসি ছুটি চেয়ে বসেন। কিন্তু লঁরার বিপক্ষে পরাজয়ের পর সেই ছুটি বাতিল করে সোমবার অনুশীলন রাখেন ক্রিস্তফ গালতিয়ের। এতেই বাধে বিপত্তি। পিএসজি তারকাও আর অনুমতির অপেক্ষা করেননি। সোমবার দলের সবাই যখন অনুশীলনে, তখন তিনি সৌদি আরবের পথে, যা ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা চলাকালীন দুটি ম্যাচ মিস করবেন মেসি, অনুশীলনেও যোগ দিতে পারবেন না। পাবেন না কোনো আর্থিক সুবিধাও।
তবে আর্জেন্টাইন অধিনায়কের যে ফ্রান্সের ক্লাবটিতে মন বসছে না, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু তিনি যাবেন কোথায়? রোববার লঁরার বিপক্ষে ম্যাচের পর গোল ডট কমের বিশ্লেষণে প্রশ্ন তোলা হয়েছে—লিওনেল মেসি কি স্পেনের একটি নির্দিষ্ট শহর নিয়ে ভাবছেন? ওই শহরটি যে বার্সেলোনা, তা আর স্পষ্ট করে না বলে দিলেও হবে। এই তো কিছুদিন আগে অনেকগুলো স্যুটকেস নিয়ে বার্সেলোনায় গিয়েছিলেন মেসি। গুঞ্জন রয়েছে, মৌসুম শেষে সেখানেই যাচ্ছেন তিনি। যদিও এ নিয়ে এখনো সুখবর দিতে পারেনি কোনো পক্ষ।