আমাদের একটা গল্প আছে

প্রতীকীছবি: লেখক

আমাদের একটা গল্প আছে, যার কোনো সমাপ্তি নেই, আবার শুরুও নেই। তাহলে কী আছে?

কিছুই নেই। গল্পটার নামই গল্প; যা শুধু শিরোনামেই সীমাবদ্ধ। গল্পটা এমন কেন? এর উত্তর জানা নেই। শিরোনামের পর বাকি অংশ লেখা হয়নি কেন? কে বলেছে, লেখা হয়নি? লেখা তো হয়েছেই; কিন্তু পরে তা হারিয়ে গেছে।

গল্পটা কি আবার লেখা হবে? হ্যাঁ হবে। তবে অন্য নামে। যা হারিয়েছে, তা নয়। নতুন গল্প লেখা হবে। যেখানে হারানো কিংবা বিষাদ-বিস্মৃতি থাকবে না। চাঁদহীন তারা থাকবে না। গল্পহীন শিরোনাম থাকবে না। থাকবে—অপেক্ষা, বিশ্বাস, ভালোবাসা।

সহসভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা