মায়ের জন্য ভালোবাসা

অলংকরণ: মাসুক হেলাল

মাধ্যমিকে ভর্তি মফস্‌সলের শহরে
উচ্চমাধ্যমিকে ক্লাস শ্রীহট্ট নগরে
লেখাপড়ার ফলে গ্রাম থেকে দূরে
লিখতে গিয়ে পাষাণের হৃদয় পোড়ে।
গ্রামের ওই বাড়িতে আমার গ্রামীণ মা
মাসে-চান্দে দেখে কি শুকায় বুকের ঘা।
মায়ের হাতের শুঁটকি শিং মাছের ঝোল
মায়ের দেওয়া ভাষাতেই ফুটেছে বোল।
তাঁর সাথে অন্যায়ে থাকে কি আর হুঁশ
আমি রবীন্দ্রের কবিতা ‘বীরপুরুষ’।
মা’রে বাঁচাতে ভয় করি না হারে রে রে রে...
আর কেঁদে বলো না, ‘যাস নে খোকা ওরে’।
মা আর মাটির কাছে গন্ধ নিতে যাই
মাবুদ দেখো মা ছাড়া বাবা বেঁচে নাই।