বেনামি শুভাকাঙ্ক্ষী

অলংকরণ: মাসুক হেলাল

কখনো কখনো কাছে চাওয়ার তীব্র আকুলতা নিয়েও দূরে চলে আসতে হয়। এই দূরে চলে আসা মানে তাদের তাদের মতো করে থাকতে দেওয়া। প্রার্থনায় কিংবা পরিণামে দূর থেকে সব সময় তাদের ভালো চাওয়া।

তবু তারা আমাদের জীবনে থাকে। থাকে আমাদের প্রার্থনায়। থাকে শুভকামনায়। তাদের সঙ্গে কথা হয়। তারা খারাপ আছে শুনলে আমাদের মন খারাপ হয়। তারা এগুলো জানে না। হয়তো আমাদের নিয়ে ভাবেও না! সমস্যাও নেই অবশ্য। আমরা থাকলাম নাহয় বেনামি কোনো শুভাকাঙ্ক্ষী হয়ে!

শিক্ষার্থী, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা