প্রাণের মানুষ

সম্পর্ক, হাতে হাত রেখে পাশাপাশি চলা, চোখে রাখা চোখ...বদলে যাচ্ছে ধরনফাইল ছবি

বিশ্বাসের খেয়ায় ভেসে ভেসে
বৈরী স্রোত উপেক্ষা করে
ভিড়েছি প্রণয়ের দ্বীপে।
কত দিন কত মাস কত বছর পেরিয়ে গেল,
স্মৃতির নীল কৌটাতে যতনে পুষে
রেখেছি কত মধুময় প্রণয়ের আলাপন।
সহস্র বছর যদি এভাবে কেটে যায়,
যাক না, তবু বুঝি শেষ হবে না প্রণয়ের প্রহর।
প্রণয় কনফারেন্সে তোমাকেই করেছি অতিথি,
অন্তহীন বন্ধনে তোমাকেই বেঁধেছে হিয়া।
অনেক পথ হেঁটেছি দুজনে অবাধ,
তোমার দুনয়নে দেখেছি
শতবার ভালোবাসার সরোজ।
মায়া–মমতায় ভরা তোমার অন্তরিক্ষ,
মুগ্ধতায় ছুঁয়েছে মোর অবনি।
নিত্যদিন প্রণয় বীণায় বাজাও অভীক সুর,
তোমার টানে বিহঙ্গরূপে নিরুদ্দেশ যাত্রায় বহুদূর শত প্রলয় ভেদ করে।
হাজার বছর কাটিয়ে দেব চেয়ে তোমার পানে,
প্রাণের মানুষ তুমিই শুধু হৃদয় তাহা জানে।