মনের অসুখে বাঁচি

মন খারাপ থাকলে মনের মানুষকে নিয়ে বেরিয়ে পড়ুন নৌকাভ্রমণেছবি: মো. শাহিন রেজা

আজ আমার মন খারাপের দিন। দিগন্তের শেষভাগে মন খারাপের বেলা পড়েছে। কৃষ্ণচূড়ার রাঙা ফুলের ন্যায় তবু আমার হাসি যেন মুগ্ধতা ছড়ায়।

মন খারাপের দিনেও আমি ভালো থাকার গল্পগুলো সুনিপুণ আঙ্গিকে রচনা করে চলেছি। যেখানে খুচরা পয়সার ন্যায় ভেঙে যাওয়া মনের আল্পনা সাজায়। এভাবে মন খারাপের দিনেও আমি ভালো থাকতে চাই। ভালো থাকার অভিনয়ে একান্তই ভালো থাকা আমিটা নিতান্তই বাস্তবিক। যেখানে চেতনার রং খুঁজে পাওয়া দুষ্কর।

তবু আমি মন খারাপের লগ্নে কারণে-অকারণে ভালো থাকার একগুচ্ছ হাসি কুড়িয়ে আনি। আমার মন, একান্তই আমার নিজস্ব সত্তা, প্রত্যাশা—এভাবেই আরও কয়েকটি দিন মন খারাপের দিন হোক। যেখানে হাসি রটিয়ে খুঁজে নিব ভালো থাকার অতৃপ্ত সুখ।

ভীষণ মন খারাপের ভিড়ে আপনাকে ভালোবাসি বলতে না পারার অসহ্য আফসোস আমার আজন্মকাল থাকুক। অতঃপর নিয়ম করে রোজ মন খারাপের দিন আসুক।

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ