তিনটি অণুকাব্য
এক.
আমাদের কি আবার হবে দেখা নিয়তির নির্ভুলতায়,
মোড়ের মাথায় গোলাপ হাতে দাঁড়িয়ে
শুধু তোমারই অপেক্ষায়।
দুই.
একা থাকার এই যান্ত্রিক শহরে
কাকে নিয়ে আর কত কী ভাবব,
যে জন শেষ পর্যন্ত নিজের থাকবে
তাকে নিয়েই প্রেমের রাজ্যে হারাব।
তিন.
আষাঢ়ের বর্ষা থেকে শরতের কাশ
নয় মাস পেরিয়ে কৃষ্ণ-বকুলের বসন্ত,
নিয়ম করে ল্যাম্পপোস্টের নিয়ন আলোয়
দিন গুনে অপেক্ষায় প্রতিনিয়ত।