মায়ের স্পর্শ

অলংকরণ: মাসুক হেলাল

অনেক দিন হলো মায়ের স্পর্শ পাই না। সংগত কারণে দিনের পর দিন বাইরে থাকতে হয়। ইচ্ছা হলেও বাড়ি ফিরতে পারি না। বেশ কিছুদিন ধরে বাড়ি ফেরার জন্য মনটা অস্থির হয়ে আছে। একটা অভ্যাস হয়ে গেছে, কাউকে না জানিয়ে বাড়ি ফেরা।

অবশেষে নানা ব্যস্ততা, পরীক্ষা পেছনে রেখে ছুটছি মায়ের কাছে। অপেক্ষার শেষ হলো। ঘরে ঢুকতে ঢুকতে চিৎকার করে মাকে ডাকতেই অবাক দৃষ্টিতে আমার দিকে এগিয়ে এলেন। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে মনে হলো পৃথিবীর সব সুখ ও শান্তি বুঝি মায়ের বুকেই।

বড় হয়েছি। কিন্তু মায়ের কাছে আমি এখনো সেই ছোট্ট শিশুটাই আছি। মায়ের বয়স হয়েছে। কিন্তু আমাকে পেলে তিনি অস্থির হয়ে যান। কী খাওয়াবে, কোথায় থাকতে দেবে, বিছানা করা থেকে শুরু করে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়েও দেবে।

শুকরিয়া আদায় করি সৃষ্টিকর্তার কাছে, এমন পূর্ণবান একজন মায়ের উদরে আমাকে পাঠিয়েছেন বলে। পৃথিবীর একমাত্র কোমল ও আদর মাখানো স্পর্শ মায়ের স্পর্শ। একমাত্র মায়ের বুকই সন্তানের জন্য নিরাপদ স্থান। পৃথিবীর সব মা ভালো থাকুক।