তোমার হৃদয়ের মধুর ক্ষণে বসন্ত দিলে উঁকি
অনুভবে তা দেখে নিয়ো করো না প্রাণের ঝুঁকি।
একটা বিকেল পায়ে হেঁটে পাপড়ি ঝরার ক্ষণ
মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে ভরিয়ে নিয়ো তোমার মন।
পলাশফোটা পুষ্পবনে কোকিল যখন গায়
হৃদয়মাঝে প্রেমের স্রোতে হাওয়া বয়ে যায়।
তোমার মনে থাকবে আমার স্মৃতিগুলো যত
ভাববে আমি পাশে আছি ছায়ামানবীর মতো।

সাঁঝের বাতি জ্বলবে দেখো আকাশপানে ওই
একলা প্রহর মন পিঞ্জিরায় মিশে কেবল রই।
চাঁদের আলো আঁধার কেটে ভরবে যখন মন
স্বপ্নগুলো রঙিন করে রাঙিয়ে তোলো সে ক্ষণ।
কৃষ্ণচূড়া ফুল রাঙা হলে সবুজ পাতার ডালে
বিস্ময়ভরে দেখো শুধু থাকব ফাগুনকালে।

নদীর তীরে বসে যদি ভাব আমার সব কথা
পাখির কাছে জলের কাছে বলো মনের ব্যথা।
শিমুল ফুলে একটি মালা গেঁথো আপন হাতে
যে ছবিটা এঁকেছ হৃদয়ে পরিয়ে দিয়ো তাতে।
ফাগুনছোঁয়ায় মন খারাপে লাগে যদিও একা
ভেবো না তুমি শুধু শুধু পাবে না আমার দেখা।