নৌকা চালাও বিজন মাঝি!
পাকা ধানের শিষ মাঠে দোল খায়
পারাপারের আশায়।
ওদিকে নতুন হাল দেয়ার অপেক্ষায়—
ক্ষয়িষ্ণু লাঙল!
শান্ত খাল মাঝে বইঠার ছলাৎ ছলাৎ শব্দ
আর উত্তুরে হাওয়ায় পাকা ধানের খসখসে ধ্বনি—
যেন একপশলা শীকরের দুরন্ত বিভ্রমিষার সাধ জাগায়!
চালাও তোমার নৌকা, বিজন মাঝি!