তুমিহীনা প্রহর

অলংকরণ: মাসুক হেলাল

তোমায় আমি ভালোবেসে যাব
সহস্র বছর ধরে,
লিখব হাজার প্রেমপত্র
নীলরঙা খামে ভরে।
ঠিকানাবিহীন তোমার কাছে তব
চিঠি না পৌঁছাতে পারে,
ভালোবাসাহীন পৃথিবীতে তুমি
আগলে রেখো আমারে।
তোমার ছবি প্রেশার বাড়িয়ে
আমার বিপি এলোমেলো করে,
প্যারাসিটেমলও ফেল হয়ে যায়
তোমার স্মৃতির জ্বরে।
তোমায় পাব না জেনেও আমি
যাইনি তো আজও মরে,
জানিনা কীভাবে কাটাই সময়
তুমিহীনা এই প্রহরে।