প্রবাসে ঈদ

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ উদ্‌যাপনছবি: সংগৃহীত

রাতের আকাশে চাঁদের আলো উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মনে খুশির বার্তা ছড়িয়ে পড়ে। রমজানের শেষে ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে। সারা বিশ্বের মুসলমানরা এটিকে খুশির উৎসব হিসেবে উদ্‌যাপন করে থাকেন।

প্রতিবছরই রমজান মাস ও ঈদ উৎসবের জন্য জোরকদমে প্রস্তুতি চলে। এবারও চীনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীরা খুশিমনে ঈদ উদ্‌যাপন করেছেন। তবে এ বছর একই দিনে বাংলাদেশের সঙ্গে রোজা পালন শুরু হলেও চীনে এক দিন আগেই ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়।

ঈদে সবাই কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে যায় প্রিয়জনের কাছে, আপন মানুষের কাছে। কেবল একদল মানুষ প্রচণ্ড ইচ্ছা থাকলেও বাড়ি ফিরতে পারে না। ভেতরটা দুমড়েমুচড়ে গেলেও প্রবাসী নামে পরিচিত এই মানুষগুলো বলতে পারে না তাদের খারাপ লাগার কথাগুলো।

প্রবাসে ঈদ মানে আনন্দ নয়। প্রবাসে ঈদ মানে বাইরে আনন্দ, ভেতরে কষ্ট; মা–বাবার কাছে ফিরতে না পারার কষ্ট, পরিবার-পরিজনের কাছে ফিরতে না পারার কষ্ট। প্রতিবেশীদের ঘরে ঘরে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারার কষ্ট, মায়ের হাতে তৈরি খাবারের স্বাদ না নিতে পারার কষ্ট। শত কষ্ট সহ্য করেও তাঁরা হাসিমুখে ঈদের আনন্দ উদ্‌যাপন করেন। এই আনন্দে তাঁদের সঙ্গে যুক্ত থাকেন বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, বড় বোন ও মুসলিম কমিউনিটির বন্ধুরা। কারও কারও আবার ক্লাস, ল্যাবেই কেটে যায় ঈদ।

শিক্ষার্থী, ঝেংচৌ বিশ্ববিদ্যালয়