বর্ষণে নিষ্কৃত জ্বালা

অলংকরণ: মাসুক হেলাল

সীমাহীন আশঙ্কায় ভরে আছে হৃদয়, বর্ষিত অশ্রুজলে
বিমর্ষতার মাঝে সুখ বলতে, শুধুই মিথ্যে কিছু আশা
আর মাঝে মাঝে হৃদয়ের তীব্র ভাবাবেগে-
অন্তর রক্তাক্ত করে ছিঁড়ে নেশায় বুঁদ হয়ে থাকা...
দিশাহারা জীবনের সমস্ত প্রান্ত ছুঁয়ে গেছে পরাজয়ের নীলিমায়।
ব্যর্থতার গ্লানিতে স্বপ্নময় আকাশ ভরে গেছে কালো মেঘে
শুধুই অনর্থক স্বপ্নদের চোখের পাতায় লুকোচুরি খেলা করা,
দুঃখের অনলে জ্বলন্ত হিয়া খেলছে শুধুই বেদনার পাশা খেলা।
আর একমাত্র চোখের জলেই আজ শুধু খুঁজে পাই মহাসুখ
নিমেষেই ভুলে যাই যত খেদ, অগ্নি নিবারণে দহিত জ্বালা
যেন মেঘলা আকাশ হয় আলোকিত, ভেজা প্রান্তরে ধোঁয়াশা ভোলা।
হৃদয়ের কালো মেঘ ঘুচে যায় চোখের নিদারুণ বর্ষণে,
আর সান্ত্বনা দিয়ে যায়, মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব জ্বালা।