বিশ্বকাপে যে রেকর্ড কখনোই চাননি রোনালদো

বিশ্বকাপের ৫টি ভিন্ন আসরে গোলের রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোছবি: এএফপি

নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ৩৭ হলেও সেটার প্রভাব পারফরম্যান্সে বোঝা যাচ্ছে না। অর্ধেক বয়সী সতীর্থদের সঙ্গে পাল্লা দিয়ে খেলছেন, গোলও করছেন। যেন এখনো চব্বিশের তরুণ! ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন। এর মধ্যে কিছু হয়তো আজীবন থেকে যাবে! নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে।

তবে অর্জনের পাশাপাশি কিছু আক্ষেপও আছে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর। এখনো যে বিশ্বকাপের সোনালি ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। এবার সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ খেলছেন ফুটবলের এই মহাতারকা। আগামী বিশ্বকাপ আসতে আসতে বয়স হবে ৪১! ওই বয়সে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ তিনি খেলবেন, সেটা হয়তো তিনি নিজেও আশা করেন না। তাই এবারই বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে।

আরও একটি অপ্রাপ্তি রয়েছে পর্তুগিজ কিংবদন্তির। বিশ্বকাপের নকআউট পর্বে কখনোই গোল করতে পারেননি তিনি। এবার অপ্রত্যাশিত এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তাঁর সামনে। ৬ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত একটায় দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচে গোল করলেই রেকর্ডটি ভেঙে যাবে।

বিশ্বকাপে পাঁচবারের অংশগ্রহণে এই নিয়ে চারবার নকআউট পর্ব খেলবেন রোনালদো। কেবল ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব অতিক্রম করতে পারেনি তাঁর দল। এখন পর্যন্ত বিশ্বকাপে ৮ গোল করেছেন সিআরসেভেন, যার সব কটিই গ্রুপ পর্বে।