বছর শেষের কবিতা

অলংকরণ: তুলি

প্রতিবেশীর চাকরি হয়েছে গতকাল; আমার হয়নি
শুভেচ্ছা জানিয়েছি
পরশু বন্ধুর যখন বিসিএস হবে
‘পেরেছি’ ক্যাপশন লিখে ফেসবুকে ছবি পোস্ট করবে
একমুঠো শিউলি হাতে তার কাছেও যাব
লালিত ঈর্ষায় জলডোরার মতো জলের বুকে অশ্রু
বিসর্জনে- তোমরা কি সুখ খোঁজো তা জানি না;
আমি কলমের কালির মতো নিজেকে নিয়ে বাঁচতে চাই না
জানো তো তোমরা; গর্ভের অন্ধকার কখনো আলো দিতে পারে না
মহৎ বেদনাও বিশুদ্ধ নয়
নিষ্ঠুরতার পর যতটুকু বাকি থাকে তোমরা তাকে সাফল্য বলো
বন্ধুর সুখে বুক খুলে হাসতে জানো না
আমি তোমাদের মতো হতে চাই না,
বছর শেষে ঈশ্বরের কাছে রাত্রি-দিন আমার এই একটিই প্রার্থনা।