একগুচ্ছ হাইকু

অলংকরণ: আরাফাত করিম

এক.
শিশির কণা
কনকচাঁপা ফুল
হীরক পান্না
দুই.
চলনবিল
উপরে দুটো চিল
মাছের জ্বর
তিন.
ভোরের নদী
চুপ চাপ পৃথিবী
সূর্যের উঁকি

চার.
নীল আকাশ
তেপান্তরের মাঠ
সবুজ ঘাট
পাঁচ.
বৃষ্টিভেজা রাত
পাহাড়ি ঢল
জলপ্রপাত
ছয়.
শ্মশানঘাট
আগুনের কুণ্ডলী
অর্জুন কাঠ

সাত.
সমুদ্র গর্জে
কৌতূহলী মানুষ
রক্তিম সূর্য
আট.
শীতের রাত
বাদুড় পাখা মেলে
খেজুর রস
নয়.
গাছের কান্না
পরিবেশদূষণ
ইট পাথর

দশ.
বিবর্ণ মুখে
গোধূলির শূন্যতা
সূর্য ডোবে
এগারো.
বসন্ত ডালে
মৌমাছির গুঞ্জন
পাতা আড়ালে
বারো.
নদীর ঢেউ
মাছের লাফালাফি
নৌকার মাঝি

তেরো.
রোদের হাসি
শিশুরা খেলা করে
ফিরেছে চাষি
চৌদ্দ.
কোলে পড়ে রোদ
দুটি কাক কা কা করে
যন্ত্রণাবোধ
পনেরো.
নক্ষত্রপ্রেম
ঢালে আলোকবর্ষ
দূরে মৃন্ময়ী!