জীবনের সাত রং

জীবন নানা রঙেরছবি: পেক্সেলসডটকম

বিচিত্র এ জীবনের রং।
নীল, সবুজ, গেরুয়া—কখনো মুক্ত পাখির মতো
নীল আকাশে ডানা মেলে ওরা।
কত চেনা মুখ হারিয়ে যায় সময়গ্রন্থির চাবুকে,
বড্ড পীড়া দেয় প্রাপ্ত সুখগুলো।
সবুজের টান এনে দেয় প্রশস্ত এক জীবনবোধ
বেদনার রং যদিও নীল—তবু অপেক্ষা!
ক্ষণে ক্ষণে তো রূপ বদলায়...

এ জীবন তো কোনো কবিতা বা গদ্য নয়!
একটা ছোট্ট নদী; এর প্রাণ এক চলমান নৌকা
মনমাঝির বাঁশিতে যখন সুর উঠবে,
কাছের মানুষ তখন অনেক দূরে।
শ্মশানে যেমন দেহদাহ হয়,
তেমনই একটার পর একটা স্মৃতি পুড়তে থাকে ধিকিধিকি।

কষ্টগুলো অব্যক্ত কথামালা হয়ে ঠাঁই নেয় স্মৃতির জঠরে,
আমাদের রংহীন অবয়বে।
এ রঙের জীবন কখনো বিবর্ণতায় মুখ ঢাকে,
হৃদয়ের সবটুকু আবেগের বিনিময়ে নির্মিত সৌধ
মুহূর্তে পরিণত হতে পারে ধূসর প্রান্তরে।
তা–ই বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবে?
মানুষ স্বপ্ন আর লক্ষ্য ছাড়া বাস্তবিকই অসহায়।