মানুষের কাছে

প্রতীকী ছবিউইকিপিডিয়া

সব ছেড়েছুড়ে চলি শূন্যতায়,
তাদের হৃদয়ের বিষাক্ত নেশার বুদ্‌বুদ
আমাকে ঠেলে দেয় দূরান্তে।

তবু আমি পৃথিবীর নোনা সমুদ্রের তীরে আসি মানুষের জাদুকরি ভালোবাসা পেতে;
হয়ে উঠি রূপকথার গল্পের ঢেউ।