বৃষ্টিরও মন খারাপ আজ
বৃষ্টি ছুঁয়ে দিলেই—
দুমড়ে ওঠে কষ্টরা।
ইচ্ছেডানা মুহূর্তের খোলা চোখে।
নিকষ অভিমানী মুখ,
ভার হয়ে ওঠে বিমূর্ত গল্পে।
নিরন্ন আঁধার কী যেন বলে যায় পুরোনো
পারফিউমের গন্ধ শুঁকে শুঁকে।
বৃষ্টি ভারী হলে—
বড্ড বেখেয়ালিপনা।
নিকোটিন অনুভূতিগুলো সাঁতরে বেড়ায়
জানালার কার্নিশ ঘেঁষে।
ছুঁয়ে দিই জলসুতোর ধারা।
বৃষ্টির অশ্রু আলাপন।
শব্দ ব্যাকরণে কান পেতে শুনি—
বৃষ্টিরও আজ মন খারাপের দিন।
কবিতাটি ২০১৫ সালের অক্টোবরে প্রকাশিত বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ‘তারুণ্য’ ম্যাগাজিনের পঞ্চম সংখ্যা থেকে নেওয়া।