প্রিয় নৃ,
পরপর দুইটা ঘটনা ঘটে গেল। বকুলের মালা এবং কাফকার চিঠি সংকলন—দুইটা জিনিসই হুট করে পেয়ে গেলাম। আজ সকালেও বকুলের ঘ্রাণ নিতে নিতে অফিসে এসেছি। অফিসে এসে কাফকার বইটা হাতে পেলাম। অথচ আগে দুই দুইবার অর্ডার করেও বইটা পাইনি।
মানুষ যা চায়, তা পায়, সেই বিশ্বাসটা আজকাল মনে হয় প্রখর হতে শুরু করেছে। না হলে সেদিন শাহবাগে এত করে খুঁজে আসলাম বকুলের পাত্তাই পেলাম না। দুয়েকজনকে বলেও রেখেছিলাম বকুল পেলে যেন নিয়ে আসে। গতকাল মিরপুরে ঘুরতে ঘুরতে সেই ফুল পেয়ে গেলাম। আজ দিনে দিনে সেই ফুল শুকিয়েও গিয়েছে। তবু তার মোহনীয় ঘ্রাণ কমেনি।
তুমি জেনে অবাক হবে, আবারও ফেসবুক বন্ধ করে দিয়েছি। সারাক্ষণ এতে ডুবে থাকার কারণ খুঁজে পাই না। নিজেকে নেশাখোর মনে হচ্ছিল। আজকে প্রথমবার বাসে আসার সময় অপ্রয়োজনে একবারও মোবাইল হাতে নিইনি। সারাক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে শহর দেখেছি। লাল দোতলা বাসের ওপর থেকে শহর দেখার মধ্যে অন্যরকম এক সৌন্দর্য আছে। একদিন তোমাকে সে দৃশ্য দেখাব।
এই কদিন বই পড়ব, সুযোগ পেলে লিখব আর অফিস থেকে ফেরার পথে মানুষ দেখব। নিজেকে খুব একটা সময়ই দেওয়া হচ্ছে না। এখন মনে হয় সেটা দেওয়া দরকার। আজ আর না লিখি। আবার লিখব কোনো একদিন।
ইতি,
আমি
১ লা জুন, ২০২৪
মিরপুর ১০, ঢাকা