রক্তদান

ছবি: সংগৃহীত

অবহেলা করো না কেউ
রক্তদানে যাও এগিয়ে,
হাসিমুখে রক্তদানে
তোমার হাতটি দাও বাড়িয়ে।
যে ধর্মেরই হই না কেনো
রক্ত কিন্ত আমাদের লাল,

সব ভেদাভেদ ভুলে গিয়ে
ভেঙে ফেলো সেই বেড়াজাল।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান
আছি যারা চলো রে যাই,
মুমূর্ষু রোগীদেরকে
রক্তদানে জীবন বাঁচাই।