সাম্যের কবি
শিল্পী এঁকেছে তাঁরে, ঋদ্ধ হয়েছে যে ছবি
কলম যেন গর্ব নিয়ে লেখে বিদ্রোহী কবি,
যে গেয়েছে সাম্যের গান, উদ্যম হলো অসহায়
তাঁর কাছে মানুষ সত্য, কোনো ভেদাভেদ নাই।
যে লিখেছে প্রেম, আপন-পিয়াসী জুড়িয়ে
যে লিখেছে বিষের বাঁশি, সত্য-মন্ত্র পেরিয়ে,
যাঁর কাছে অনুপ্রেরণা পায় শত বেদনার বুলবুলি,
তাঁর কাছে যেন সবই সমান শ্রমিক, মজুর কিংবা কুলি।
থামছে না এই কলম আমার, তোমার জন্য নেই লেখার শেষ
তুমি যেন পথ দেখিয়েছ কলমে, আজও কাটেনি দ্রোহের রেশ,
তোমার গজল যেন অন্তর দেখে,
তপ্ত প্রাণ মধুময় শ্রদ্ধা ও সম্মানে বেঁচে থাকো কবি,
এই ভালোবাসা কবিত্বময়।