প্রভাতবরণ

শিশিরে ভেজা গাছের পাতার ফাঁক দিয়ে কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। ছবিটি সিলেট সদর উপজেলার বাদাঘাট থেকে তোলাছবি: আনিস মাহমুদ

ছিন্ন মুকুলের মতো বৃন্তচ্যূত আমাদের ভবিষ্যৎ
প্রখর তাপে পুড়ছে বসুমাতা
হৃদয় আঁধারে জ্বলে না শান্তির মশাল
মানবতার হাত কলঙ্কিত তাজা রক্তে
দু’চোখে লেপটে আছে দুঃখের অসুখ।

চেয়ে দেখো, শস্যের ভেতর সোনালি রোদ্দুর
কলুষিত করো না তাকে
আপন মহিমায় বিকশিত হতে দাও
মর্মহিত হয়ে ওঠো না উদয়ের সমুদ্রপাড়ে।

দেখো নির্জন জলের রং মিলেছে রংধনুর সাথে
সুস্থ করো ভবিষ্যতের অন্ধকারকে
নবজাগরণে, নবচেতনায়, নবতরঙ্গে
প্রত্যুষে সোনালি রোদ্দুরে এসেছে এক নতুন মানবিকতার প্রভাত,
এসো বরণ করি।