শরৎ হাসে নীল আকাশে
এখনো শরৎ আসে,
নীলচে আবিরে সেজে ওঠে নীলাকাশ।
পশ্চিমা সূর্যটাও লাল টকটকে রূপ ধারণ
করে সন্ধ্যার আগে।
বেলা শেষে গৃহস্থালি কাজের ছুটি দিয়ে
আমিও লিখছি প্রিয় তোমায় আজ!
আচ্ছা, কেমন আছ বলো তো?
তুমি কি আজও শরতের আকাশে মন হারাও?
নাকি সংসারের জাঁতাকলে পিষ্ট হচ্ছ নিত্য!
মনে পড়ে এখনো সেদিনের দিনলিপি;
শরৎ মেঘের সঙ্গে হয়েছিল আমাদের কত খুনসুটি।
দূর দিগন্তে মন হারাতাম এক রঙিন খেলায়!
গল্পে গল্পে ভেসে যেতাম কতই না মেঘের ভেলায়।
আমার তো বসন্ত ছিল প্রিয় ঋতুর একটি নাম
ফুলে ফুলে রঙিন হতাম রেখে সব পিছুটান।
তুমি শেখালে শরতের আকাশে করতে বিচরণ,
সে-ই থেকে হয়েছি ব্যাকুল, দেখেছি এই মন
উথাল-পাতাল।
এখনো ওই কাশবনে দুলে ওঠে মনের প্রজাপতি।
স্মৃতির জানালা খুলে দেখো প্রিয়, তোমারও মনে
পড়ে কি?
এখনো কি কথার মাধুরী মিশিয়ে দাও রোজ
কবিতার বুকে?
শব্দদের মালা হাতে ঘুরে আসো কি কল্পনার
জগৎ তুমি!
খুব জানতে ইচ্ছে করে, তুমি কি আজও
শরতের প্রেমে পড়ো?
শুভ্রতার হাসিতে মন ছুঁয়ে যায় এখনো তোমার?
যদি দেখা হয় কখনো চুপিচুপি বলবে কি আমায়,
ভালোবাসি প্রিয়া আকাশের ওই নীল নীলিমায়
চেয়ে দেখো এখনো তোমায়।