গতকাল এসেছিলে আমার শহরে

অলংকরণ: তুলি

গতকাল এসেছিলে আমার শহরে মেঘদূত হয়ে,
তোমার আসার খবরে আমিও ধারণ করেছি
প্রজ্ঞা লাবনীর রূপ,
কুড়ানো পাতার মতো এখান–সেখান থেকে
কুড়িয়েছি কিছু কবিতা, শুধু তোমাকেই দিতে,
আমাদের কথোপকথন প্রবাহিত হয় গঙ্গার ধারায়।
মাঝেমধ্যে আমরা হয়ে যাই পশ্চিমবঙ্গের আকাশে
শুভ্র মেঘের সারি।
আমাদের ভালো লাগার অনুভূতিগুলো মুড়িয়ে নিই
প্রাচীন ভারতের কারুকার্য শোভিত শাঁখা–পলায়।
কখনো কখনো দুজন হয়ে যাই শিলং পাহাড়ের বৃষ্টি
হঠাৎ কোনো কটেজের বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকি সেই রূপ
আর এভাবেই আমাদের ভালোবাসা
আসামের চিরসবুজ পাহাড় হয়ে থাকবে।