পত্রকাব্য

আর্তনাদ

আকাশ,
তুমি আমাকে রুপালি জ্যোৎস্নায় ভেজাবে, প্রিয়?
নক্ষত্রগুলো জ্বলে উঠবে ওই নীল দিগন্তে,
আমি অন্ধকার জীবনের প্রহর পেরিয়ে
তৃষ্ণায় ভেজাব আমার দগ্ধ প্রেম।
ঘাত–প্রতিঘাতের দহন পুষে পুষে যখন
হৃৎস্পন্দন থেমে যাবে
তুমি দেবে আমায় তোমার হৃদয়ের কপাট খুলে?
আমি এক বুক নিশ্বাস নেব,
আর্তনাদগুলোকে বিসর্জন দেব
তোমার ওই গহিন হৃদয়ের ফেনিল সাগরে।
যতই নিজেকে আড়াল করি
মৌনতা পুষে রাখি নিজের ভেতর;
পারবে তুমি আমায়
শতবর্ষী বটবৃক্ষের মতো ছায়া দিতে?
কথা দিচ্ছি,
মৃত্যুর আগে স্মারকলিপি লিখে রেখে যাব
অকৃত্রিম কৃতজ্ঞতা এঁকে যাব রঙিন দেয়ালিকাজুড়ে।