আমার গল্প তুমি

ছবি: ফ্রিপিক

যখন আমি ঘুমিয়ে থাকি,
স্বপ্নের মধ্যে তোমায় দেখি
কল্পনাতে আঁকো তুমি
হাজার রঙের ছবি।
সেই ছবির রং খুঁজি,
কালারব্লাইন্ড হওয়ায় মন্দ বুঝি
সাদাকালো এই জীবনে তুমি
নীরব প্রেমের কবি।
কবিতার ভিড়ে তোমায় শিখি,
ছন্দ দিয়ে শুধুই লিখি
দিনশেষে যে হারাও তুমি
অপরাহ্নের বিকল্পে
নাকি শুধুই আমার গল্পে?