রুপালি হাসি
সবাই বলে আমার হাসিতে নাকি রুপালি বিদ্যুৎ ঝিলিক দেয়
রিনিঝিনি বাজে নূপুরে
শুভলগ্ন এগিয়ে আসে
পুরোনো সব ক্লেদ ভুলে
সূচনা হয় নতুন দিনের।
মুগ্ধ দুপুরে এক ফালি আকাশ
আকাশচুম্বী আলো ছড়ায়।
সে হাসিতে অনাবিল আনন্দে
উল্লসিত হয় ক্লান্ত দুপুর।
চমকে ওঠে আকাশ বাতাস নদী সাগর পাহাড় পর্বত।
আমি কিছুটা লাজুক হয়ে হাসি,
তবু চাই-
আমার হাসির রুপালি ঝলকে
টলমলিয়ে উঠুক পদ্মা মেঘনা যমুনা
দূর হোক আঁধার সমেত রাত
মেঘাচ্ছন্ন সকাল, পাংশুটে বিকেল।
জেগে উঠুক সমস্ত মহাজাগতিক বিস্ময়
উৎফুল্ল হোক প্রেমিক হৃদয়
সৃষ্টি হোক হাজারো গীতিকবিতা
উঠুক সুর গিটারের তারে
রৌপ্যমণ্ডিত প্রাণ জাগুক সবার অন্তরে।