রাতনিশিতে কে যেন ডাকে
বুকের ভেতর একটা পাখি সারাটা দিন ডাকে
কে যেন ওই দাঁড়িয়ে আছে খোয়াই নদের বাঁকে,
সবুজ পাতার আড়াল থেকে শিস দিয়ে যায় আমায়
উড়নচণ্ডী বাউলা বাতাস কেন আমায় থামায়?
ঈশানকোণে মেঘের বাড়ি মনখারাপের কারণ
কে যে আমায় চুপ ইশারায় যেতে করে বারণ?
হাত বাড়িয়ে ডাকে আমায়—বুক বাড়িয়ে আসে
আজ নাকি সে বলবে এসে আমায় ভালোবাসে?
আমিও আজি খুব বুঝেছি আজকে বলার দিন
গোপন মনের আড়াল কথা বাজিয়ে যায় বিন।
তবু আমি পাই না তাকে—পেয়েও ঠিক হারাই
রাতনিশিতে বিষাদ নামে মায়ায় হাতটা বাড়াই।